বুধবার, ০৩ মার্চ ২০২১, ১২:০৯ অপরাহ্ন
বিডি সিলেট নিউজ ডটকম:: সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও তাঁর সহধর্মিনী করোনা ভাইরাসে আক্রান্ত পজিটিভ রিপোর্ট আসে গতকাল (২ আগস্ট) রোববার রাতে । এই সংবাদ পেয়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি টেলিফোনে কথা বলেন মাসুক উদ্দিন আহমদ ও তাঁর ছোট ভাই সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের সাথে।
নুরুল ইসলাম নাহিদ এমপি মাসুক উদ্দিন আহমদের চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন এবং আশাবাদ ব্যক্ত করেন মহান আল্লাহ রাব্বুল আল আমিনের কৃপায় অচিরেই জনাব মাসুক উদ্দিন আহমদ ও তাঁর সহধর্মিনী আরোগ্য লাভ করবেন।
এ সময় সাবেক শিক্ষামন্ত্রী সিলেট সহ দেশের অসুস্থ নেতাকর্মী সুস্হতা কামনা করেন।