বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৫:৫৬ অপরাহ্ন
বিডি সিলেট নিউজ ডটকম:: গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে-এর উদ্যোগে সিলেটের বিভিন্ন উপজেলায় কোরবানির পশুর মাংস বিতরণ করা হয়েছে। কর্মসূচি অনুযায়ী সিলেট সদর উপজেলার বাদাঘাট ও বালাগঞ্জের শতাধিক দুঃস্থ পরিবারের মধ্যে মাংস বিতরন করা হয়। মাংস বিতরন কালে বক্তারা বলেন, প্রবাসীরা দেশের বাইরে থাকলেও তারা তাদের হৃদয়ে দেশের মানুষের প্রতি ভালোবাসা সবসময় লালন করেন। এদেশের মানুষের দুঃখ কষ্ট আনন্দকে নিজেদের মধ্যে ভাগাভাগি করার মানসে এই দুর্যোগ মুহূর্তে মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসার তাগিদে নিজেরা বিপদে থেকেও দেশের মানুষকে সাহায্য করছেন। তাদের এ ভালোবাসা আমাদের অনুপ্রানিত করে।গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে-এর উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষে সাংবাদিক আব্দুল বাতিন ফয়সলের সার্বিক তত্ত্বাবধানে সিলেট সদর উপজেলার বাদাঘাটের নীলগাও ও বালাগঞ্জের পশ্চিম গৌরিপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের মধ্যে কোরবানীর মাংস বিতরণ করা হয়। বালাগঞ্জের পশ্চিম গৌরিপুর ইউনিয়নে কোরবানীর মাংস বিতরনের পূর্বে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন খুজগীপুর জামে মসজিদের মোতাওয়াল্লী হাফিজ আব্দুর রহমান নোমান। এসময় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম গৌরিপুর ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুস সালাম কালাম , সিফডিয়ার খুজগীপুর গ্রাম সমন্বয়ক সমাজসেবী আব্দুস সহিদ, সমাজসেবী আব্দুল হামিদ, সিলেট এক্সপ্রেস এর রির্পোটার সাব্বির আহমদ প্রমূখ। বাদাঘাটের নীলগাও মাংস বিতরন কার্য্যক্রম ভলান্টিয়ার হিসাবে দায়িত্ব পালন করেন জোবায়ের ফজল আনসারী(সাইফ),ইলিয়াছুর রহমান,আব্দুর রকিব,তৈমুছ আলী প্রমূখ।
উল্লেখ্য,গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে-এর উদ্যোগে উক্ত এলাকা ছাড়াও সিলেটের জকিগঞ্জ, কানাইঘাট, বিয়ানীবাজার,ও মৌলভীবাবাজারের বিভিন্নস্থানে কুরবানীর মাংস বিতরন করা হয়।