বুধবার, ১৮ মে ২০২২, ০১:৩৬ অপরাহ্ন
বিডিসিলেট ডেস্ক : সিলেট জেলার পিপি ও বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য অ্যাডভোকেট মো. রাজ উদ্দিন বলেছেন, অসহায় মানুষের পাশে সরকারের পাশাপাশি সমাজের বৃত্তবানদের এগিয়ে আসতে হবে। হ্যাল্পিং উইং সামাজিক সংগঠন প্রতিষ্ঠালগ্ন থেকে অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রমজানের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে অসহায় মানুষের মাঝে ২ টাকা মূল্যে ইফতার বিতরণ করে যাচ্ছে তারা। সমাজের অসহায় মানুষ সারাদিন রোজা রেখে ইফতারের সময় টাকার অভাবে ভালোমানের ইফতার ক্রয় করতে পারে না। অত্র সংগঠন এসব সুবিধাবঞ্চিতদের মধ্যে ২ টাকার বিনিময়ে ইফতার সামগ্রী দিয়ে যাচ্ছে। যা একটি প্রশংসনীয় উদ্যোগ।
মঙ্গলবার (১৯ এপ্রিল) বাদ আসর নয়াসড়কস্থ কিশোর মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে প্রায় ৫শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে হ্যাল্পিং উইং এর উদ্যোগে ২ টাকার ইফতার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ইফতার বিতরণী অনুষ্ঠানে নাফিস শামস তিয়াসের সঞ্চালনায় বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রবিউল আহসান চৌধুরী, নাদের চৌধুরীসহ সংগঠের সদস্যবৃন্দ।
সংগঠনটি বিভিন্ন উপজেলার পাশাপাশি সিলেটেও দ্যা হেল্পিং উইং এর দুই টাকায় ইফতার করছে। এরই ধারাবাহিকতায় তৃতীয় দিনের মত নগরীর নয়াসড়ক পয়েন্টে দুই টাকার বিনিময়ে ইফতার বিতরণ করেছে সংগঠনটি।