সোমবার, ১৬ মে ২০২২, ০৬:০৩ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও লতিফিয়া ক্বারী সোসাইটি এবং বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলার উদ্যোগে লতিফিয়া ক্বারী সোসাইটি ফেঞ্চুগঞ্জ উপজেলার সভাপতি মরহুম আল্লামা বশীর উদ্দিন র. এর ঈসালে সাওয়াব ও আলোচনা সভা এবং ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল) উপজেলার শাহ মালূম কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ সভাপতি আলহাজ্ব মাওলানা হারুনুর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল এবং উপজেলা আল ইসলাহ নেতা সৈয়দ মওদুদ আহমেদ আদিল এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল ইসলাহ’র সহ-সভাপতি মাওলানা ছরওয়ারে জাহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল এম এ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আতহার, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শরীফ উদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মহসিন, সাবেক সাংগঠনিক সম্পাদক হাফিজ জিয়াউল ইসলাম মুহিত, সিলেট জেলা আল ইসলাহর সিনিয়র সহ-সভাপতি হাফিজ তরিকুল ইসলাম তোফা, ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক মো. শাহ নেওয়াজ, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাওলানা বদরুদ্দোজা, সিলেট জেলা পূর্ব তালামীযের সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ হোসাইন আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি আব্দুল্লাহ আল মাওসুফ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল এম এ মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল ওহাব, কাসিম আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান আহাদুজ্জামান, ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিছবাহুর রহমান।
উপজেলা আল-ইসলাহ’র সহ-সভাপতি মাওলানা আবু বকর মোহাম্মদ নুরী, লতিফিয়া কারী সোসাইটি ফেঞ্চুগঞ্জ উপজেলার সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ, সদস্য মাওলানা সালিম আহমেদ, মাওলানা ফখরুল ইসলাম, সিলেট জেলা পূর্ব তালামীযের সহ-প্রচার সম্পাদক মুহাম্মদ আব্দুল মালিক, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল, ফেঞ্চুগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক জামিল আহমদ।
অনুষ্ঠানে অন্যদের মধ্য উপস্থিত ছিলেন, লতিফিয়া ক্বারী সোসাইটি ফেঞ্চুগঞ্জ উপজেলার উপদেষ্টা ক্বারী সোলায়মান আহমদ, ফেঞ্চুগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা সৈয়দ মওসুফ আহমেদ, সদস্য শাহীন আহমদ, ক্বারী মিনহাজ উদ্দিন, আফতাব উদ্দিন, প্রমুখ।