সোমবার, ১৬ মে ২০২২, ১১:১৯ পূর্বাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি।
রবিবার (১৭ এপ্রিল) ভোররাত আড়াইটার দিকে স্থানীয় বাঁশতলা বিওপি’র টহলদল সীমান্ত পিলার ১২৩১/৭-এস হতে ১শ” গজ বাংলাদেশ অভ্যন্তরে বাঁশতলা-হকনগর শহিদ স্মৃতিসৌধের পাশ থেকে ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার বর্তমান বাজারমূল্য ৭০ হাজার ৫শ’ টাকা।
২৮ বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক মাহবুবুর রহমান মদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছন। সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে তা’ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।