বুধবার, ১৮ মে ২০২২, ১২:৪১ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি কর্তৃক আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক যুগ্ম সম্পাদক হাজী কামাল উদ্দীন এর সভাপতিত্বে ও কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক এলাইছ আহমদ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল বাশার বাদশা এর পরিচালনায় ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার পার্টিতে প্রধান অতিথি ছিলেন সিলেট মহানগর যুবদলের অন্যতম সদস্য এবং সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এমদাদুল হক স্বপন,বিশেষ অতিথি সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর আলী, বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর সেচ্ছাসেবক দলের সদস্য দুলাল আহমেদ এবং সিলেট মহানগর ছাত্রদের যুগ্ন সম্পাদক ও মদন মোহন কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ জহিরুল ইসলাম আলাল ।সাগত বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিফজুর রহমান, সাগত বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা সেচ্ছাসেবকদলের আহ্বায়ক এডভোকেট আলাউদ্দীন ও যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ বাবুল এবং শ্রমিক দলের সদস্য সচিব আনুয়ার হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।