বুধবার, ১৮ মে ২০২২, ০১:২৭ অপরাহ্ন
শাবি প্রতিনিধি : প্রতিবছরের ন্যায় এ বছরেও সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নোত্থানের সদস্যরা ।
শনিবার (১৬ এপ্রিল) সকালে সিলেটের পীরেরবাজারস্থ দুটি মুসলিম বেদেপল্লীর ২১ টি পরিবারের ৭৮ জন সদস্যের মাঝে এ ঈদবস্ত্র বিতরণ করা হয়। এসময় ঈদের নতুন পোষাকের সাথে পুরুষ ও ছেলে শিশুদেরকে আতর, টুপি এবং মহিলা ও মেয়েদেরকে নতুন পোষাকের সাথে মেহেদী, আলতা ও চুড়ি দেওয়া হয়েছে বলে জানান স্বপ্নোত্থানের প্রচার সম্পাদক আবু রায়হান ।
ঈদবস্ত্র বিতরণের এ উদ্যোগ সম্পর্কে সাধারণ সম্পাদক মাইবম দর্পণ সিংহ বলেন, স্বপ্নোত্থান সর্বদা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের অধিকার আদায়ে কাজ করে। স্বপ্নোত্থান প্রতিবছরের ন্যায় এবারো প্রান্তিক জনগোষ্ঠী বেদেদের মধ্যে ঈদের খুশি ছড়াতে ঈদবস্ত্র বিতরণ করেছে।
এছাড়াও স্বপ্নোত্থানের ঈদবস্ত্র বিতরণের জন্য যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি ধীমান দাস দিব্য, সাধারণ সম্পাদক মাইবম দর্পণ সিংহ, প্রধান সমন্বয়ক শায়লা হুসাইন মনীষা, সহ-সভাপতি নুসরাত জাহান ইউনা, যুগ্ম সাধারন সম্পাদক মো. মেহেদী হাসান , কোষাধ্যক্ষ মারজিয়া রহমান নিঝুম, সহকারী কোষাধ্যক্ষ,রাতিক হাসান রাজীব, সাংগঠনিক সম্পাদক, আবদুল্লাহ আল সাইফ শান্ত, সহকারী সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান মাফি, সহকারী যোগাযোগ বিষয়ক সম্পাদক নুসরাত জাহান নীলা, শিল্প ও সংস্কৃতি বিষয়ক সম্পদক মৌনতা জাহান, সহকারী শিক্ষা বিষয়ক সমন্বয়ক মো. তৌফিকুল ইসলাম সৌরভ, রক্তদান বিষয়ক সমন্বয়ক রেজওয়ানুল ইসলাম রাহাত, সহকারী রক্তদান বিষয়ক সমন্বয়ক বন্যা দাস, মুহাইমিনুল রাহীন, চ্যারিটি বিষয়ক সমন্বয়ক প্রজ্ঞা রায়, খন্দকার ইনজামামুল হক, আল-আমিন, সহকারী চ্যারিটি বিষয়ক সমন্বয়ক তানজিলা পারভীন, এস এম জাহিদ হাসান, শারলীনা তাবাচ্ছুম প্রমুখ।