বুধবার, ১৪ এপ্রিল ২০২১, ০৫:৩৮ পূর্বাহ্ন
বিডি সিলেট নিউজ ডটকম:: পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সিলেটবাসী সহ দেশ-বিদেশের সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মেসার্স ফোর স্টার কারুকাজ ফার্নিশিং এর চেয়ারম্যান সৈয়দ মুহিবুর রহমান মিছলু।
তিনি এক ঈদ শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর প্রাণের উৎসব। এই ঈদ আমাদের ত্যাগের শিক্ষা দেয়। আল্লাহ তা’আলার সন্তুষ্টি অর্জনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার কোরবানির মর্মবাণী।
একদিকে করোনা দুর্যোগ ও অন্যদিকে দেশের বিভিন্ন এলাকার নিম্নাঞ্চলে বন্যার তাণ্ডব। এই করুণ অবস্থায় ঈদুল আযহা আমাদের মাঝে এসেছে। আমরা যেনো একে অপরের সাথে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেই।
গরীব ও অসহায়দের মাঝে যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেই এবং প্রতিকূল এই পরিস্থিতি অনুকূলে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামীনের নিকট সর্বদা প্রার্থনা করি।