সোমবার, ১২ এপ্রিল ২০২১, ০৮:৩৬ পূর্বাহ্ন
বিডি সিলেট নিউজ ডটকম::পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নগরবাসীসহ সমস্ত বিশ্বের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে ঈদের ত্যাগ ও আনন্দ একে অপরের সাথে ভাগাভাগি করে নিতে হবে। তিনি বলেন, আত্মত্যাগ এবং আল্লাহ’র প্রেমে
আত্মসমর্পণের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল আযহা। কোরবানির এই ত্যাগের মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য। সবাইকে ঈদ মোবারক ও ঈদুল আযহার শুভেচ্ছা।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ সংযোগী অঙ্গ সংগঠনের সবাইকে ঈদ শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ জানানোর পাশাপাশি পরস্পরের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেয়ার আহ্বান জানান। বিজ্ঞপ্তি