বুধবার, ১৪ এপ্রিল ২০২১, ০৪:৪৮ পূর্বাহ্ন
বিয়ানীবাজার প্রতিনিধি:: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিয়ানীবাজার পৌরবাসিসহ সর্বস্তরের নাগরিকবৃন্দ ও প্রবাসীসহ দেশ-বিদেশের সবাই ও মুসলিম উম্মাহ এবং আওয়ামীলীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিয়ানীবাজার পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোঃআব্দুস শুকুর।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে সতর্কতার সহিত এই ধর্মীয় উৎসব পালন করার জন্য অনুরোধ জানান।
পবিত্র ঈদুল আজহা সকলের জীবনে নিয়ে আসে খুশির বার্তা। ঈদের এ খুশী ধনী, দরিদ্র নির্বিশেষে সকলে ভাগাভাগি করে নেয়ার মধ্যেই ঈদের আনন্দ।
মেয়র মো: আব্দুস শুকুর ঈদুল আজহা উপলক্ষে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।