বুধবার, ১৪ এপ্রিল ২০২১, ০৪:৪৬ পূর্বাহ্ন
বিডি সিলেট নিউজ ডটকম::
আমি দিগন্ত দেখেছি
হাওরের সবুজ বিস্তীর্ণ মেলায়
ফসলের মাঝে বর্ণিল আভায়,
কৃষকের কত যে আনন্দ মুখে
মুক্তোর মত চেহারায়
সুখ কণা আগলায়।
আমি দিগন্ত দেখেছি
বন্যায় প্লাবিত দুঃখের মাঝে
প্রাণ স্পন্দনে দিশাহারা মোহে!
দুর্দশাগ্রস্তদের কত আকুলতায়
জীবন পরিপূর্ণ সুখের আশায়,
স্বপ্ন পূরণের সাধ জাগায়।
আমি দিগন্ত দেখেছি
ভাটি বাংলায় সবুজ মাঠের খেলায়,
সুখ দুঃখের সমস্ত ভালোবাসায়,
উল্লসিত মানুষের সুনিবিড় ছায়ায়,
জীর্ণতা ভুলে বিশ্বাসের আলিঙ্গনে,
নতুন দিনের আশায়।
আমি দিগন্ত দেখেছি
মুক্ত বিহঙ্গ হয়ে নীল আকাশের নীচে,
সবুজের সমারোহে বাঁশির সুরে,
ক্রান্তিহীন মাঝির স্হিত হাস্য মায়ায়,
উড়াল দেয় পাখি নীল নীলিমায়
অভিরাম আনন্দের শোভাযাত্রা।
লেখক: সজল চৌধুরী- কবি,সাবেক ছাত্রলীগ নেতা ও সিলেট মহানগর আওয়ামীলীগ নেতা।