বুধবার, ১৮ মে ২০২২, ১১:৪১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা কাউন্সিলে সভাপতি পদে প্রার্থী হয়েছিলেন সিলেট সিটি কর্পোরেশন, বিএনপি’র কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী।
পরে কেন্দ্রীয় নির্দেশে তিনি সভাপতি পদ থেকে প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
মঙ্গলবার (২২ মার্চ) তার অফিসে তিনি এক সংবাদ সম্মেলনে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষনা দেন।
এসময় বিএনপির একাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গত সোমবার রাত সোয়া ১০ টার দিকে এক বিজ্ঞপ্তিতে সিলেট জেলা বিএনপি কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল গাফফার গণমাধ্যমকে জানান, কাউন্সিলে অংশ নিতে বিভিন্ন পদে যেসকল প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাদের মনোনয়ন প্রত্যাহারের সময় পুনঃনির্ধারণ করা হয়েছে।
যদি কেউ মনোনয়ন প্রত্যাহার করতে চান, তবে তাকে মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যা ৫টার মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিতভাবে আবেদন করতে হবে। অন্যথায় মনোনয়নপত্র প্রত্যাহার বলে গণ্য হবে না।
এছাড়া দলের হাই কমান্ডের নির্দেশনা অনুযায়ী দু-একদিনের মধ্যে সম্মেলন ও কাউন্সিলের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হতে পারে।
এরআগে গত রোববার (২০ মার্চ) কেন্দ্রের নির্দেশে সম্মেলন ও কাউন্সিল সাময়িকভাবে স্থগিত করা হয়।