সোমবার, ১৬ মে ২০২২, ১১:৩৪ পূর্বাহ্ন
শায়েস্তাগঞ্জ প্রতিনিধিঃ শায়েস্তাগঞ্জ উপজেলার শিমুলতলা গ্রামে নিজের ট্রাক্টরের নিচে চাপা পড়ে সুহেল মিয়া (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার বিকেল আনুমানিক ৫টায় হবিগঞ্জ সদর উপজেলার কালিগঞ্জ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
সুহেল মিয়া চুনারুঘাট উপজেলার শিমুলতলা গ্রামের মৃত আ. রহিম মিয়ার পুত্র।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোহেল মিয়া চাষাবাদ শেষে বাড়ী ফেরার পথে নিচু জমি হতে উচু রাস্তায় ওঠার সময় ট্রাক্টরটি উল্টে যায়। এসময় তিনি ট্রাক্টরের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।