সোমবার, ১৬ মে ২০২২, ০৫:২৯ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজারে প্রতারণা করে বিয়ে করতে এসে স্থানীয়দের হাতে আটক হয়েছেন বর ও বরের বাবা। সোমবার (২১ মার্চ) বিকালে উপজেলার সুরমা ইউনিয়নে বৈঠাকাই গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় এলাকার কাছে মুচলেকা ও কনে পক্ষের ক্ষতিপূরণের টাকা দিয়ে ছাড়া পান তারা।
ওই প্রতারক হলেন উপজেলার বগুলা ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের রজব আলীর ছেলে বর রাশিদ ওরুফে শামীম (২৬)।
স্থানীয় সূত্র জানায়,সুরমা ইউনিয়নের বৈঠাকাই গ্রামের মৃত মিকাইল আলীর মেয়ের সাথে বিয়ে ঠিক হয় রাশিদ ওরুফে শামীমের। সময় নির্ধারণ হয় সোমবার দিনে। বিয়ের সব আয়োজন সম্পন্ন করেন কনে পক্ষ। নির্ধারিত সময়ে বরের বাবা রজব আলী বর রাশিদ ওরুফে শামীমকে সাথে নিয়ে কনের বাড়িতে আসেন।
কনের ভাই আব্দুস সালাম জানান, বিয়ের আগ মূহুর্তে আমরা জানতে পারি বর রাশিদ ওরুফে শামীম বিবাহিত। তার সন্তানও রয়েছে। অথচ, বিয়ের আলাপকালে বিষয়টি বর গোপন রাখেন। তার স্ত্রী-সন্তান আছে জেনে আমরা বুঝতে পারি তিনি প্রতারণায় আশ্রয় নিয়ে আমার বোনকে বিয়ে করতে এসেছেন। পরে আমরা তাদেরকে আটকে রেখে স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল কাদিরকে অবহিত করি।
সাবেক ইউপি সদস্য আব্দুল কাদির আটকের বিষয়টি নিশ্চিত করেন।