বুধবার, ১৮ মে ২০২২, ১১:৫১ পূর্বাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে টিসিবি’র নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
রোববার (২০ মার্চ) সকাল ১১টায় উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ।
উপস্থিত ছিলেন ১নং বাংলাবাজার ইউপি চেয়ারম্যান রোটারিয়ান এম আবুল হোসেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার কান্তি বর্মন, প্রেসক্লাব সভাপতি হাবীবুল্লাহ হেলালী, এসআই সুপ্রাংশু দে দিলু, ডিলার মানিক মিয়া, ইউনিয়ন পরিষদ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ বলেন, কঠোর নজরদারি রাখা হচ্ছে বাজার ব্যাবস্থা কে। নিম্ন আয়ের মানুষের সুবিধার জন্য সরকারের নির্দেশনায় দোয়ারাবাজারে ৮ হাজার ৩শ’ ৪৯ পরিবারের মাঝে টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহ করা হচ্ছে। কেউ কোনরূপ অনিয়ম করলে কোন ছাড় দেওয়া হবেনা।