বুধবার, ১৮ মে ২০২২, ১১:৩৩ পূর্বাহ্ন
বিডি সিলেট ডেস্ক:: সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি বলেন, বাংলাদেশ ও বঙ্গবন্ধুর সম্পর্ক অবিচ্ছেদ্য। বঙ্গবন্ধুকে অস্বীকার করলে বাংলাদেশকে অস্বীকার করা হয়। দেশ স্বাধীনের পর বিদেশীরা বাংলাদেশকে ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’ বলতো। নতুন প্রজন্মকে এসব ইতিহাস জানিয়ে দিতে হবে। নতুনদের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিয়ে সবাইকে স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে উদ্বুদ্ধ করতে হবে।
তিনি বলেন, বিএনপি দেশের বিরুদ্ধে ষড়ষন্ত্র করছে। তাদের সকল ষড়ষন্ত্রের দাত ভাঙা জবাব দিতে যুবলীগের প্রত্যেকটি নেতা কর্মী প্রস্তুত রয়েছে।
শুক্রবার (১৮ মার্চ) সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা যুবলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের খুব ভালোবাসতেন। শিশুদের উন্নয়নে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছিলেন তিনি। আজকের শিশুদের বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা অর্জনে মনোযোগী হতে হবে।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা যুবলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা।