সোমবার, ১৬ মে ২০২২, ০৫:৫৮ অপরাহ্ন
মোটরসাইকেলে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানোর এক সহজ ও অন্যতম দ্রুত বাহন। যানজট এড়াতে এই দ্রুততম বাহনটি সহজেই এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানো যায়। কিন্তু রাস্তায় চালানোর সময় গতি নিয়ন্ত্রণ করতে না পারলে কখনো কখনো ভয়াবহ দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায় এই দুই চাকার বাহন।
বিশেষ করে দেখা যায়, হাই ওয়েতে মোটরসাইকেল চালাতে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হন অনেকেই। এ কারণে হাইওয়েতে বাইক চালানোর সময় সর্বোচ্চ সচেতন ও মাথায় হেমলেট থাকা জরুরি। একটু সচেতন হলে দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব। জীবনের ঝুঁকি না নিয়ে হেলমেট ব্যবহার করা প্রত্যেকরই উচিত। অনেকেরই হেমলেট ব্যবহার করতে অনেক ধরনের শারীরিক অসুবিধা বলে থাকেন। কিন্তু যতই অসুবিধা হোক না মোটরসাইকেল চালকদের জন্য হেলমেট জরুরি।
অনেকেই দেখা যায় মোটরসাইকেল চালানোর সময় হেমলেট ব্যবহার করেন না। এই হেলমেট আপনাকে অনেক সুরক্ষা দেবে । তাই প্রত্যেকের উচিত রাস্তায় মোটরসাইকেল চালানোর সময় হেমলেট ব্যবহার করা। দুর্ঘটনা থেকে নিজে সুস্থ বাচুন এবং আপনার পরিবারকে বাচান।