BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৬:১০
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন


মার্চ ১৩, ২০২২ ১২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক : টাঙ্গাইলের ঘাটাইলে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক কিশোরী। তবে অনশনের খবর পেয়ে বাড়ি থেকে পালিয়ে গেছেন প্রেমিক।

শনিবার সকাল ৯টা থেকে উপজেলার সাগরদিঘী খামখালি এলাকায় জিহাদ নামে ১৬ বছর বয়সী ওই প্রেমিকের বাড়িতে রয়েছেন তিনি। জিহাদ একই এলাকার ছেলে ও সখীপুর বুলবুল একাডেমির দশম শ্রেণির ছাত্র।

জানা গেছে, ফেসবুকে ওই কিশোরীর সঙ্গে জিহাদের পরিচয় হয়। এরপর তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কিশোরীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন জিহাদ।

কয়েকদিন আগে জিহাদকে বিয়ের কথা বলেন মেয়েটি। এরপর যোগাযোগ বন্ধ করে দেন জিহাদ। পরে জিহাদের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন ভুক্তভোগী কিশোরী। বিষয়টি বুঝতে পেরে বাড়ি থেকে পালিয়ে গেছেন জিহাদ।

ভুক্তভোগী কিশোরী বলেন, জিহাদ আমার সঙ্গে প্রতারণা করেছেন। তিনি বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন। বিয়ের কথা বললে টালবাহানা করেন।

তিনি আরো বলেন, অনশন অবস্থায় আমাকে জোর করে কয়েকবার বাড়ি থেকে সরিয়ে নেয়া হয়েছে। তারা আমাকে হুমকি দিচ্ছেন।

এ বিষয়ে সাগরদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেকমত সিকদার বলেন, বিষয়টি শুনেছি। দুপক্ষের লোকজনকে ডেকে সমাধান করা হবে।

সাগরদিঘী পুলিশ ফাঁড়ির এসআই নুরুজ্জামান বলেন, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।