বুধবার, ১৮ মে ২০২২, ১২:১৮ অপরাহ্ন
বিডি সিলেট ডেস্ক:: দেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের সাধারণ জনগনের ক্রয় ক্ষমতার বাহিরে। সরকার এরই মধ্যে ভোজ্য তৈল ও এলপিজি গ্যাস সহ জিনিসপত্রের দাম বার বার বৃদ্ধি করে জনদূর্ভোগ সৃষ্টি হচ্ছে। সর্বত্র মজলুম মানুষের আহাজারী লক্ষ করা যাচ্ছে, জনগনের প্রতি সরকারের কোন দ্বায়বদ্ধতা আছে বলে মনে হয় না। দূর্নীতি সরকারের সকল বিভাগে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেশকে জনকল্যাণ রাষ্ট্রে পরিনত করার কোন উদ্যোগ নেই। জনগনের ভোটাধিকার সুনিশ্চিত করিয়া আইনের শাসন ন্যায় বিচার প্রতিষ্টা করা না হইলে দেশের জনগনের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন।
ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি সুপ্রিম কোর্ট এর আইনজীবী মওলানা এডভোকেট আব্দুর রকিব এবং সংগঠনের মহা সচিব মওলানা আব্দুল করিম খান উপরোক্ত মন্তব্য করে আসন্ন পবিত্র রমজান শুরু হওয়ার পূর্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য সরকারের প্রতি জোর দাবী জানিয়ে বিবৃতি প্রধান করেন।