সোমবার, ১৬ মে ২০২২, ১০:৩৫ পূর্বাহ্ন
বিডি সিলেট ডেস্ক : উন্নয়নের সকল ক্ষেত্রে নারীর সমান অংশীদারিত্ব এবং সম-অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন।
‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার (৮ মার্চ) দুপুর সাড়ে ১২টায় সহকর্মীদের ফুল প্রদান এবং কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মুর্শেদ আহমেদ, মো. ইউনুস আলী, এ এস এম খয়রুল আক্তার চৌধুরী, আবু সাদাৎ সায়েম তালুকদার, জয়নাল আহমেদ চৌধুরী, শাহাদাত হোসেন চৌধুরী, ফয়জুন্নেসা বেগম মিলি, সেবিকা সুলতানা, পূরবী চ্যাটার্জী, মৃন্ময় দাস ঝুটন প্রমুখ।
কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম উজ্জ্বল বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে নারী সহকর্মীরা দায়িত্ব ও কর্তব্য দক্ষতার সঙ্গে পালন করে আসছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উন্নয়নের অগ্রযাত্রায় প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল রাখতে পুরুষ সহকর্মীদের পাশাপাশি নারী সহকর্মীদের অবদান কম নয়। সবার পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতামূলক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করছি।
উল্লেখ্য, নারীর সম-অধিকার প্রতিষ্ঠায় ১৯১৪ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশ ৮ মার্চ নারী দিবস পালন করে আসছে। ১৯৭৫ সাল থেকে জাতিসংঘ দিনটি পালন করছে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে।