সোমবার, ১৬ মে ২০২২, ০৬:৩৬ অপরাহ্ন
মোজাম্মেল আলী,কার্ডিফ: গ্রেটার সিলেট ডেভলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) সাউথ ওয়েলস রিজিওনের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অত্যন্ত উৎসব মুখর পরিবেশে গত ৬ই মার্চ সম্পন্ন হয়। ওয়েলসের রাজধানী কার্ডিফ সিটির বাংলাদেশ সেন্টারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কার্ডিফ, নিউপোর্ট, সোয়ানসি সহ সাউথ ওয়েলসের বিভিন্ন শহর থেকে সিলেট প্রবাসী গণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন চলাকালীন সময়ে প্রবাসে হলেও কিছুটা দেশীয় নির্বাচনী আমেজ বিরাজ করে। ভোট প্রদানের পাশাপাশি কর্মব্যস্ত জীবনের ফাঁকে দীর্ঘ দিন পর একজন অপরজনের সাথে সাক্ষাৎ ও কুশল বিনিময়ের সুযোগ হয়। বৃটেনের মাটিতে এযেন সিলেট বাসীর মিলন মেলায় পরিণত হয়।সকাল ১০ টা থেকে বিকাল ৬টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
নির্বাচনে অংশ গ্রহণকারী দুটি প্যানেল ছিল। সালেহ-জুবায়ের-আশরাফ প্যানেল ঘর প্রতীকে সভাপতি নির্বাচিত হন সালেহ আহমদ এবং ১৯ জন নির্বাহী সদস্য নির্বাচিত হন।
মুজিব-রকিব-রুনেল প্যানেল চেয়ার প্রতীকে সেক্রেটারি নির্বাচিত হন রকিবুর রহমান ও ট্রেজারার নির্বাচিত হন এবি রুনেল। চেয়ার প্রতীকে ১৪ জন নির্বাহী সদস্য নির্বাচিত হন।
বিজয়ী চেয়ারপার্সন সালেহ আহমদের প্রাপ্ত ভোট ৫০২ ও নিকটতম প্রতিদ্বন্দ্বী মুজিবুর রহমানের প্রাপ্ত ভোট ৪৪৮।
বিজয়ী জেনারেল সেক্রেটারি রকিবুর রহমানের প্রাপ্ত ভোট ৪৯২ ও নিকটতম প্রতিদ্বন্দ্বী জুবায়ের চৌধুরীর প্রাপ্ত ভোট ৪৫৬।
বিজয়ী ট্রেজারার এবি রুনেলের প্রাপ্ত ভোট ৪৭৮ ও নিকটতম প্রতিদ্বন্দ্বি সৈয়দ আশরাফের প্রাপ্ত ভোট-৪৬২। ৩৬ টি পদে সর্বমোট ১৩৬০ ভোটারদের মধ্যে ৯৭৭ জন ভোটার ভোট প্রদান করেন।
নির্বাচন সুন্দর ও সুষ্ঠু ভাবে সম্পন্ন করায় নির্বাচন কমিশন,ভোটারগণ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন উভয় প্যানেল।