সোমবার, ১৬ মে ২০২২, ০৫:০৯ অপরাহ্ন
বিডি সিলেট ডটকম : সিলেট নগরীর কুমারগাওয়ে বাসার ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ঐ এলাকার আব্দুল বারির ছেলে লাহিন আহমদ (২৫)।
সোমবার (৭ মার্চ) বিকেল ৪টার দিকে তার লাশ বাসার ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে তার পরিবারের সদস্যরা উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার এসআই নিহারেন্দ।তিনি আরও জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সুরতহাল প্রতিবেদন তৈরির সময় লাশের গলায় রশির দাগ ছিল বলেও উল্লেখ করেছেন তিনি।ব্যাপারে আরও বিস্তারিত জানতে লাহিনের ভাই করিমের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেন নি।