BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১:২৫
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের সর্বকনিষ্ঠ প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলেন আজিম


জানুয়ারি ১৭, ২০২২ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক :: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সর্বকনিষ্ঠ ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ৩নং তেলিখাল ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড মেম্বার মো: আজিম উদ্দিন।

সোমবার (১৮ জানুয়ারি) বিকাল ৪টায় তেলিখাল ইউনিয়ন পরিষদে এক সভায় ইউপি সদস্যদের প্রত্যক্ষ ভোটে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হোন মো: আজিম উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন ৯ নং ওয়ার্ড সদস্য শিহাব আহমদ।

উল্লেখ্য, ১০ম ইউনিয়ন পরিষদ নির্বাচনের ২য় ধাপে সিলেটের সর্বকনিষ্ঠ ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হোন মো: আজিম উদ্দিন। জাতীয় পরিচয়পত্রে তার বয়স ২০ আগস্ট ১৯৯৪ সেই হিসেবে তার বয়স মাত্র ২৭ বছর ৭ মাস।

মো: আজিম উদ্দিন বলেন, ৬ নং ওয়ার্ডের ভোটার ও সর্বস্তরের মানুষ আমাকে নির্বাচিত করে পরিষদে পাঠিয়েছেন। এখন পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা আমাকে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমি আমার ওয়ার্ডের সাধারণ মানুষের কাছে ঋণী হয়ে থাকলাম। কেননা তারা যদি আমাকে ওয়ার্ড সদস্য নির্বাচিত না করতেন তবে আমি আজ প্যানেল চেয়ারম্যান হতে পারতাম না।

 

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।