বিডি সিলেট ডটকম :: শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলন চলছে।
সোমবার বিকেল সোয়া ৪টার দিকে তারা উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের বাসভবন ঘেরাও রেখেছেন।
তাদের অপর একটি গ্রুপ প্রধান ফটকে অবস্থান নিয়েছেন বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এর আগে আন্দোলনকারীরা উপাচার্যের (ভিসি) কার্যালয়, প্রশাসনিক ভবন ও প্রত্যেকটি একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে মিছিল নিয়ে এসে সোমবার বেলা আড়াইটার দিকে ভিসির কার্যালয়সহ বিভিন্ন ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।
এ সময় উপাচার্যের পদত্যাগে দাবিতে তাদের স্লোগান দিতে দেখা যায়।
সোমবার(১৭ জানুয়ারি) সকাল থেকে ভিসিসহ প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সময় বাড়ার সাথে সাথে আরও বেগবান হয়েছে। দলে দলে শিক্ষার্থীরা এসে আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছেন।
তাদের মতে, বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এখানে পুলিশ থাকবে কেন?
এদিকে শিক্ষার্থীদের এই আন্দোলনে বহিরাগতরা নেতৃত্ব দিচ্ছে বলে দুপুরের দিকে অভিযোগ করেছেন ভিসি ফরিদ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘বাইরের ইন্ধনে এই আন্দোলন। রোববার রাত থেকেই ক্যাম্পাসে বহিরাগতরা প্রবেশ করেছে।
তবে ভিসির এমন দাবি নাকচ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলছেন, ঘটনা ধামাচাপা দিতে মিথ্যাচার করছেন উপাচার্য। ক্যাম্পাসে পুলিশ ছাড়া বহিরাগত কেউ নেই।
আর নিজ বাসভবনে ভিসি বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ে বহিরাগতরা ঢুকে পড়েছে। তারা সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে।