বিডি সিলেট ডটকম :: শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করছে সাধরণ শিক্ষার্থীরা।
উপাচার্যের পাশাপাশি প্রক্টর ড. আলমগীর কবীর, ছাত্র উপ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহীর উদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা।
সোমবার (১৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা।
এসময় বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড প্রদর্শন করে শিক্ষার্থীরা বলেন, ‘যেই ভিসি ‘কসাই’, সেই ভিসির পতন চাই।’ ‘যেই ভিসি বোমা মারে, সেই ভিসি চাই না’, ‘যেই ভিসি গুলি মারে, সেই ভিসি চাই না’, ‘স্বৈরাচারের বিরুদ্ধে, ডাইরেক্ট একশন’, ‘পতন পতন পতন চাই, উপচার্যের পতন চাই’, ‘ভিসির গদিতে, আগুন জ্বালাও একসাথে।’ এছাড়া ভিসির ছবিযুক্ত করে মাথায় সাপের ফনা তুলা প্রদর্শিত ছবিতে শিক্ষার্থীরা লিখেছেন ‘বিষে ভরা নাগিন’।
এদিকে সোয়া ১১টার দিকে প্রথম ছাত্রী হল, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলে প্রভোস্টদের রুমে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। এরপর প্রশাসনিক ভবনসহ বিভিন্ন হলে তালা ঝুলাতে যান শিক্ষার্থীরা। তারা সবগুলো হল দখলে নিয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন, বলে জানা গেছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, যেকোন পরিস্থিতিতে তারা ক্যাম্পাস ও হল ছাড়বেন না। যতক্ষণ না সৈ¦রচার উপাচার্য পদত্যাগ করছেন ততক্ষণ আন্দোলনের মাঠে থাকবে শিক্ষার্থীরা। যেকোন পরিস্থিতিতে তারা ক্যাম্পাসে অবস্থান করবে বলে জানান শিক্ষার্থীরা।
এতে সকাল থেকে বিভিন্ন ছেলেদের শাহপরাণ হল, বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান হল, প্রথম ছাত্রী হল, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের সামনে হল না ছেড়ে অবস্থান করতে দেখা দেয়া। এরপর সকাল ৯টা থেকে ক্যাম্পাসে বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা।
এদিকে সার্বিক বিষয়ে ফিজিক্যাল অনুষদের ডিন অধ্যাপক রাশেদ তালুকদারকে সভাপতি, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেনকে সদস্য সচিব এবং সকল ডিনকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা যায়।
এাছাড়া সোমবার (১৭ জানুয়ারি) প্রশাসনিক কার্যক্রম চালু থাকায় তারা ক্যাম্পাসে অবস্থান করছেন। এতে অনেককে অফিস ছেড়ে বাইয়ে বেরিয়ে আসতে দেখা যায়। এতে তারা নিরাপত্তা হীনতায় ভোগছেন বলে দাবি করেন।