বিনোদন ডেস্ক : পার্লামেন্ট থেকে পার্সোনাল জীবন সবকিছুতেই আলোচনার শীর্ষে টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। যশের সন্তানের মা হওয়া নিয়েও বেশ কয়েক মাস ধরেই নানা চর্চার মুখে এই অভিনেত্রী। সকলের সব কটাক্ষ আর জল্পনাকে পাত্তা না দিয়ে কাজে ফিরেছেন নুসরাত। আর এবার ফিরেই চমক দেখালেন তিনি। নেট দুনিয়ায় এখন তারই নাচ দেখছে নেটিজেনরা।
বিতর্ক যতই সঙ্গে থাকুক তিনি টলিউডের প্রথম সারির নায়িকা। তাই মা হওয়ার ৫ মাসের মধ্যেই অতিরিক্ত মেদ ঝরিয়ে একদম যেন আগের সেই নুসরত জাহানই ফিরেছেন। মুক্তির অপেক্ষায় এই অভিনেত্রীর ‘স্বস্তিক সংকেত’। তবে, তার আগেই বাংলাদেশি আইটেম গানে নাচলেন ঈশানের মা।
নেট দুনিয়ায় এখন নুসরাত এর আইটেম সং ‘নাচ ময়ূরী নাচ’ ভাইরাল। টিএম রেকর্ডস এর ইউটিউব চ্যানেলে মাত্র কয়েকঘণ্টা আগে প্রিমিয়ার হয়েছে এই মিউজিক ভিডিওটির।
কিছুদিন আগেই নুসরাত তার ইনস্টাগ্রামে মিউজিক ভিডিওটির টিজার পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন “কামিং সুন”। তখন থেকেই নুসরাত ভক্তরা মিউজিক অ্যালবামটি রিলিজের অপেক্ষায় ছিলেন।
তিন মিনিট ৪৪ সেকেন্ডের এই মিউজিক ভিডিওতে আবেদনময়ী চাহনী আর নাচের তালে ভক্তদের আরও একবার চমকে দিলেন নুসরাত। ঝলকেই তিনি বুঝিয়ে দিয়েছেন তাঁর জনপ্রিয়তায় একবিন্দুও ভাটা ফেলেনি ব্যক্তিগত জীবনের বিতর্ক। টিজারের পর রোববার সাত সকালে প্রকাশ্যে এল ‘নাচ ময়ূরী নাচ’ গানটি।
তাকে নিয়ে নেটপাড়ায় নানা বিতর্ক থাকলেও সব বিতর্ক চাপা দিয়ে স্বামী যশ ও সন্তান ঈশানকে নিয়ে সুখে সংসার করছেন নুসরাত। এরই মধ্যে তার আরও একটি নতুন ছবি খুব শিগগিরই রিলিজ হতে চলেছে। সব মিলিয়ে তার ঝুলিতে এখন অনেক নতুন কাজ। আর দর্শকেরাও অধীর আগ্রহে অপেক্ষা করছে তার নতুনভাবে কামব্যাক দেখার জন্য।