BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:৩৮
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে এস.এস.সি-০৬ এইচ.এস. সি-০৮ ব্যাচের শীতবন্ত্র বিতরণ


জানুয়ারি ১৫, ২০২২ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক : দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন বন্ধুতের জয় হউক‘ এসো মানবতার হাত বাড়াই‘ এসো অসহায় মানুষের পাশে দাড়াই‘ স্লোগানে সিলেট বিভাগের এস এস সি-২০০৬ এইচ এস সি-২০০৮ ব্যাচ বন্ধুদের উদ্যোগে প্রতি বছরের নেয়া এ বছর ও গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের রামপা গ্রামে ১শত শীতার্ত মানুষের মাঝে শনিবার (১৫ জানুয়ারী) দুপুরে গোলাপগঞ্জে শীতবন্ত্র বিতরণ করা হয়।

গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের রামপা গ্রামে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

সিলেট বিভাগের এস এস সি-২০০৬ এইচ এস সি-২০০৮ ব্যাচ দেশ-বিদেশ এর বন্ধুদের আর্থিক সহযোগিতায় উক্ত শীতবন্ত্র বিতরণ করা হয়।

 

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।