BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০২
আজকের সর্বশেষ সবখবর

আল্লামা ফুলতলী ছাহেব কিবলা (রহ.)-এর ১৪তম ঈসালে সাওয়াব মাহফিল আজ


জানুয়ারি ১৫, ২০২২ ১০:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

জকিগঞ্জ প্রতিনিধি:: আজ শনিবার (১৫ জানুয়ারি) উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ, শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৪তম ওফাত বার্ষিকী। এ উপলক্ষে অন্যান্য বছরের ন্যায় জকিগঞ্জের ফুলতলী ছাহেববাড়ি সংলগ্ন ঐতিহাসিক বালাই হাওরে অনুষ্ঠিত হবে ঈসালে সাওয়াব মাহফিল।সকাল ১০টায় আল্লামা ফুলতলী (রহ.)-এর মাজার যিয়ারতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু হবে। এরপর খতমে কোরআন ও দুআর মাধ্যমে শুরু হবে মূল অনুষ্ঠান। এতে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে খতমে বুখারী, খতমে খাজেগান, দালাইলুল খায়রাত শরীফের খতম, জিকির মাহফিল, বিষয়ভিত্তিক বয়ান ও স্মৃতিচারণমূলক আলোচনা। মাহফিলে তা’লীম-তরবিয়ত প্রদান করবেন আল্লামা ফুলতলী (র.)-এর সুযোগ্য উত্তরসূরী উস্তাযুল উলামা ওয়াল মুহাদ্দিসীন, মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব ফুলতলী।মাহফিলকে ঘিরে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মূল স্টেজ, প্যান্ডেল ও প্যান্ডেলের বাইরে বসার জন্য সুবিস্তৃত জায়গা, জকিগঞ্জ-আটগ্রাম রোডে রতনগঞ্জ বাজারের উত্তর ও দক্ষিণ উভয় দিকে গাড়ী পার্কিং-এর জন্য বৃহৎ পরিসর, সার্বিক শৃঙ্খলার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এতে দেশ-বিদেশের প্রখ্যাত পীর-মাশায়িখ, আলেম-উলামা, ইসলামী শিক্ষাবিদ, চিন্তাবিদ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত হবেন।

উল্লেখ্য, আল্লামা ফুলতলী ছাহেব কিবলা (রহ.) উপমহাদেশের এ মহান ব্যক্তিত্ব ১৯১৩ সালে জকিগঞ্জ উপজেলার নিভৃত পল্লী ফুলতলীতে তাঁর জন্ম। প্রায় শতবর্ষব্যাপী বর্ণাঢ্য জীবন অতিবাহিত করে ২০০৮ সালের ১৫ জানুয়ারি তিনি ইন্তেকাল করেন। প্রতি বছরের মতো এবারও আজ ১৫ জানুয়ারি তাঁর ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে। এদিকে, স্বাস্থ্যবিধি মেনে মাহফিলকে সফল ও স্বার্থক করে তুলতে সকলের সহযোগিতা চাওয়া হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।