BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪৮
আজকের সর্বশেষ সবখবর

বাহুবলে আবারও ট্রান্সফরমার চুরি!


জানুয়ারি ১৫, ২০২২ ৮:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

বাহুবল প্রতিনিধি: বাহুবল উপজেলার বিভিন্ন স্থানে একের পর এক পল্লী বিদ্যুৎ এর ট্রান্সফরমার চুরির ঘটনায় গ্রাহকরা প্রতিনিয়ত বিড়ম্বনার শিকার হচ্ছেন।

ট্রান্সফরমার চুরির কোন কোন ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ থানায় জিডি এন্ট্রি করেই দায় এড়ানোর কৌশল নিয়েছে। ফলে যথাযথ তদবিরের অভাবে এসব জিডি আলোর মুখ দেখছে না। এতে আরও বেপরোয়া হয়ে উঠেছে ট্রান্সফরমার চোরেরা।

এদিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের খোজারগাও গ্রামে আবারও পল্লী বিদ্যুৎ এর ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ জানুয়ারি) ভোররাতে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা ট্রান্সফরমার চুরির পর পাশ্ববর্তী বন্দে গিয়ে খোলে যন্ত্রাংশ নিয়ে যায়। রাত ৩টার পর থেকে উক্ত গ্রাম অন্ধকারে রয়েছে।

খবর পেয়ে সকালে পল্লী বিদ্যুতের লোকজন ও কামাইছড়া ফাঁড়ির ইনচার্জ মোঃ সেলিম হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এব্যাপারে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের জোড়ালো পদক্ষেপ গ্রহনের দাবি জানিয়েছেন ভুক্তভোগী গ্রাহকরা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।