BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৩
আজকের সর্বশেষ সবখবর

দেশ থিয়েটার সিলেট এর ১০ বছর পূর্তিতে পথনাট্য উৎসব সাময়িক স্থগিত


জানুয়ারি ১৪, ২০২২ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক : করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় দেশ থিয়েটার সিলেট এর ১০ বছর পূর্তিতে পথনাট্য উৎসব ও গুনিজন সম্মননা অনুষ্ঠান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শুক্রবার সংগঠনের সভাপতি মো: কামাল আহমদ দূর্জয় ও সাধারণ সম্পাদক কবি নজরুল ইসলাম রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২২ জানুয়ারির এই অনুষ্ঠান পালন করার কথা ছিল কিন্তু করোনামহামারি বেড়ে যাওয়া ফলে অনুষ্ঠানটি সাময়িকভাবে স্থগিত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান করোনা পরিস্থিতির কারণে ২২ জানুয়ারির পথনাট্য উৎসব অনুষ্ঠানটি ‘সাময়িকভাবে স্থগিত’ করার সিদ্ধান্ত হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী তারিখ সবাইকে জানিয়ে দেয়া হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।