BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৩:২৬
আজকের সর্বশেষ সবখবর

শীতকালে যেসব কারণে চুল পড়ে


জানুয়ারি ১৪, ২০২২ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক : শীতকালে সব বয়সি মানুষের চুল শুষ্ক ও রুক্ষ হয়ে যায়। চুল পড়া বেড়ে যায় এবং খুশকির মতো সমস্যা দেয়। চুল সুন্দর ও কোমল রাখতে চাইলে যেসব নিয়ম মেনে চলতে হবে

১) শীতকালে গরম পানিতে গোসল না করাই ভালো। গরম পানিতে গোসল করলে মাথার ত্বকের তেল শুষে নেয়। এতে চুল রুক্ষ হয়ে যায়।

২) অনেকেই এ সময় শ্যাম্পু করেই হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকান। চুলে তাপ দিলে তা রুক্ষ তো হয়েই যায়, সঙ্গে বাড়তে পারে চুল পড়ার সমস্যা। চুলের ডগা ফেটে যায় এবং খুশকির সমস্যাও দেখা দেয়।

৩) ভিজা চুল বেঁধে রাখেন। এতে চুল নষ্ট হয়ে যায়। চুল সুন্দর রাখতে চাইলে গোসলের পর নরম কাপড় দিয়ে মুছে শুকিয়ে ফেলুন। এতে সর্দি-কাশি লাগার ভয় থাকতে না, চুল হবে সুন্দর।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।