BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ভোর ৫:১৯
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে ৬ মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতের কারাদন্ড


জানুয়ারি ১২, ২০২২ ১১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে ৬ মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে এ দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ।

দন্ডপ্রাপ্তরা হল, উপজেলার তিমিরপুর এলাকার বাসিন্দা সেলিম মিয়া (৩৫), মো. রাসেল আহমেদ (৪৪), মিজান আহমেদ (১৯), ফরিদ মিয়া (৫৫), লিটন মিয়া (৪১) ও শাহারাজ মিয়া (৫০)।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ জানান, উপজেলার পূর্ব তিমিরপুর এলাকায় হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্থানীয় পুলিশের সহযোগীতায় অভিযান চালানো হয়।

এ সময় মাদক সেবনের অভিযোগে ৬ জনকে আটক করে প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তিনি বলেন, এমন অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালতকে সহযোগীতা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. এমদাদুল্লাহ।

 

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।