BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:৩২
আজকের সর্বশেষ সবখবর

ডাস্টবিনে নবজাতককে ছুড়ে ফেলা সেই ‘মা’ গ্রেফতার!


জানুয়ারি ১১, ২০২২ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক:: যুক্তরাষ্ট্রের নিউমেক্সিকোতে নিজের নবজাতককে একটি ডাস্টবিনে ফেলে পালিয়ে যান ১৮ বছর বয়সি মা এলেক্সিস এলিভা। পুলিশ তাকে গ্রেফতার করেছে।

সোমবার গ্রেফতারের পর তার বিরুদ্ধে নিজ সন্তানকে হত্যাচেষ্টার অভিযোগ এনে তাকে আদালতে সোপর্দ করে পুলিশ। খবর ডেইলি মেইলের।

আদালত তাকে ১০ হাজার মার্কিন ডলারের মুচলেকায় ছেড়ে দিলেও তার বিরুদ্ধে মামলা চলবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিতে দেখা যায়, রাস্তার পাশে পাশাপাশি তিনটি ডাস্টবিন রাখা। পাশের একটির ঢাকনা খোলা।

আচমকা একটি গাড়ি এসে থামল সেখানে। ভেতর থেকে এক তরুণী নামেন। এর পর গাড়ির পেছনের দরজা খুলে কাপড়ে মোড়ানো এক নবজাতককে বের করে ডাস্টবিনে ছুড়ে ফেলে দ্রুতগতিতে সেখান থেকে সটকে পড়েন।

ভিডিওতে আরও দেখা যায়, পরে শিশুটির চিৎকারে কয়েক ঘণ্টা পর তিন ব্যক্তি এসে তাকে উদ্ধার করে নিয়ে যান।

ডাস্টবিনে ছুড়ে ফেললেও অলৌকিকভাবে শিশুটি তখনো জীবিত ছিল। বর্তমানে নবজাতকের অবস্থা স্থিতিশীল এবং হাসপাতালে নেওয়া হয়েছে।

জেলা জজ ডিনা লুসি বলেছেন, আদালতে নবজাতকটির মা এলেক্সিস এলিভার দোষ প্রমাণিত হলে তার ১৫ বছরের জেল হতে পারে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।