স্পোর্টস ডেস্ক : ফ্রান্সের হয়ে মাত্র ১৯ বছর বয়সেই জিতেছেন বিশ্বকাপ। দ্রুত সময়ের মধ্যে কিলিয়ান এমবাপ্পে মহাতারকা বনে গেছেন। শুধু তাই নয়, ফ্রান্সের শিশু-কিশোরদের অনুপ্রেরণা হয়ে উঠেছেন তিনি। সোমবার (১০ জানুয়ারি) একটি শিশুকে অনলাইনে নিগ্রহ করার প্রতিবাদ জানিয়ে টুইটারে পোস্ট করেছিলেন ফরাসি এই তারকা। সে ঘটনার পরই হত্যার হুমকি পেয়েছেন তিনি।
নিজ শহর বন্ডিতে বিশাল এক ম্যুরাল আছে এমবাপ্পের। সংবাদমাধ্যম লে প্যারিসিয়েন জানিয়েছে, সে ম্যুরালে গ্রাফিতি একে বার্তা দেয়া হয়েছে, ‘এমবাপ্পে, তোমার দিন ঘনিয়ে এসেছে।’
ঘটনার শুরু একটি শিশুর ভিডিও দিয়ে। কামিলে নামের এক ছোট্ট মেয়ে এমবাপ্পের প্রতি ভালোবাসা জানিয়েছে সে ভিডিওতে। দুরারোগ্য রোগে আক্রান্ত কামিলে ভিডিওতে এমবাপ্পেকে তার পছন্দের ক্লাবে আরও অনেকদিন রয়ে যাওয়ার অনুরোধ জানিয়ে বলেছে, ‘প্যারিস ও ফ্রান্সে আমার মতো লাখো সমর্থক আছে, যারা আপনাকে অনেক ভালোবাসে। দয়া করে প্যারিস সেন্ট জার্মেইয়ে থেকে যান এবং আরও বহুদিন আমাদের স্বপ্ন দেখান। কিলিয়ান, আশা করি পিএসজি ও ফ্রান্স দলে দারুণ এক বছর কাটাবেন।’
এমবাপ্পে পোস্ট করে বলেছেন, ‘আমার ছোট্ট কামিলে, তোমাকেও নতুন বছরের শুভেচ্ছা। যেভাবে লড়ে যাচ্ছ, লড়ে যাও। তুমি আমাদের জীবন দিয়ে শিক্ষা দিচ্ছ। একটি শিশুর প্রতি এমন বিদ্বেষপূর্ণ মন্তব্য…আমরা তো তলানিতে পৌঁছে যাচ্ছি, আমাদের বিবেক জাগ্রত হোক।’
সে বার্তার পরই ম্যুরালে ওই বার্তা লিখে গেছেন কেউ। তবে এর সঙ্গে রাজনৈতিক সম্পর্কও দেখছেন অনেকে।