শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০৮:২৮ পূর্বাহ্ন
বিডি সিলেট নিউজ ডটকম:: সিলেট জেলা পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম (ইছন মিয়া) আর নেই। বুধবার (২৯এপ্রিল) রাত ১০ টা ১০ মিনিটের সময় সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তিনি ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি….রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের ভাতিজা সিলেটের দক্ষিণ সুরমা প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, এদিন সকালে হৃদরোগে আক্রান্ত হলে তাকে নগরের শাহিঈদগাহ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টা ১০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
নুরুল ইসলাম(ইছন মিয়া) সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের মরহুম হেকিম আলীর ছেলে।মরহুমের জানাযার নামাজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ২টায় দাউদপুর ইউনিয়নের রাখালগঞ্জ দিকিউ ফাজিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে বলেও জানান আশরাফুল ইসলাম ইমরান।