মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০৪:৩৯ অপরাহ্ন
বিডি সিলেট নিউজ ডেস্ক:: সিলেট মহানগর ছাত্রলীগের নেতা আবি আহমদ চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন। গত ৩ জুলাই রাতে তাদের হত্যার জন্য ধাওয়া করে একদল সশস্ত্র দুর্বৃত্ত। জানা গেছে, আবি আহমদ ও তার স্বজনরা নগরীল নয়াসড়ক আল-হেলাল ২৮-এর স্থায়ী বাসিন্দা। সেখানে ৫ তলা বিশিষ্ট বাসার নির্মান কাজ চলায় বর্তমানে তারা নগরীর কাজিটুলার একটি বাসায় সাময়িকভাবে অবস্থান করছেন। এখানে থেকে আবি তাদের বাসার নির্মান কাজের তদারকী করেন।
গত ৩ জুলাই গভীর রাতে নির্মান সামগ্রী আনলোড করে আবির ও তাঁর ছোটভাই অভি আহমদ বর্তমান ঠিকানা কাজিটুলার বাসায় ফিরছিলেন। নয়াসড়ক মাদানী পয়েন্টে পৌঁছামাত্র সিলভার কালারের একটি কারযোগে আসা একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলার চেষ্টা করে।এ সময় আবি আহমদ ও তার ভাই অভি আহমদ দৌড়াতে থাকলে দুর্বৃত্তরা তাদের পিছু ধাওয়া করে। দৌড়ে বর্তমান ঠিকানার বাসায় ঢুকে পড়লে দুর্বৃত্তরা কার চালিয়ে অন্যত্র চলে যায়। এ ঘটনায় আবি আহমদ নিরাপত্তা চেয়ে রোববার (৫ জুলাই) সিলেট কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
বিডি সিলেট নিউজ ডটকম/৭ জুলাই/- প্রেস বিজ্ঞপ্তি