মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০৩:২৬ অপরাহ্ন
বিডি সিলেট নিউজ ডটকম::সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাপাতালে ২০ হাজার লিটার ক্ষমতা সম্পন্ন অক্সিজেন প্লান্ট স্থাপন হচ্ছে। এটির কাজ প্রায় শেষ পর্যায়ে এ মাসের শেষের দিকে চালু হবে।শুক্রবার ‘দৈনিকসিলেট: নিউজ টক’-এর লাইভ অনুষ্ঠানে এ তথ্য জানান সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়। তিনি জানান ওসমানীতে আগে থেকেই ১০ হাজার লিটার ক্ষমতা সম্পন্ন একটি প্লান্ট ছিলো। এখন আরো ২০ হাজার লিটার যুক্ত হচ্ছে।করোনা পরিস্থিতি চলে গেলেও এই অক্সিজেন প্লান্টটি সব সময়ের জন্যেই হাসপাতালে রোগীদের কাজে লাগবে। বিশেষ করে আইসিইউর জন্যে তো অবশ্যই এটি লাগবে।‘দৈনিকসিলেট: নিউজ টক’-এ আলোচক হিসাবে আরো সংযুক্ত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, একাত্তর টিভির ব্যুরো প্রধান ইকবাল মাহমুদ, মানব জমিনের কূটনৈতিক রির্পোটার মিজানুর রহমান। সঞ্চালনায় ছিলেন দৈনিকসিলেট সম্পাদক মুহিত চৌধুরী। সূত্র:-দৈনিক সিলেট ডটকম