মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০৪:২৩ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি:: কানাইঘাট উপজেলার ব্রাহ্মণগ্রামে নিরীহ পরিবারের গৃহবধূকে গণধর্ষণের ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে কানাইঘাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।অাজ রবিবার বিকেল ৫টায় ৭ নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন অনলাইন ফোরামের উদ্যোগে স্থানীয় গাছবাড়ী বাজারে আয়োজিত এ মানববন্ধনে তরুণ-যুবক সহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন। অন-লাইন ফোরামের সমন্বয়ক সমাজসেবী বুরহান উদ্দিনের সভাপতিত্বে এবং ফোরামের সদস্য এমাদ উদ্দীন বায়তুল ও নূরুল কিরবিয়ার যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তারা বলেন, কানাইঘাটের ব্রাহ্মণগ্রামে গত ১ জুলাই গভীর রাতে গৃহবধূর উপর যে পাশবিক নির্যাতনের ঘটনা ঘটেছে তা অত্যন্ত ন্যাক্কার জনক ও নিন্দনীয়, যা এলাকার মানুষ মেনে নিতে পারছেন না। ঘটনার মূলহুতা ধর্ষণকারী আজাদুর রহমানকে গ্রেফতার করায় থানা পুলিশকে মানববন্ধনে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে পাশবিক ঘটনার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তারা। পাশাপাশি মানববন্ধনে গাছবাড়ী এলাকায় সবধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধে সবাইকে সোচ্চার ভূমিকা পালন সহ মাদক ব্যবসায়ী ও অসামাজিক কার্যকলাপের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে আকুনি সমাজ কল্যাণ সোসাইটি।
মানববন্ধনে বক্তব্য রাখেন, গাছবাড়ি বাজারের ব্যাবসায়ী আব্দুল খলিক (খালিক), অনলাইন ফোরামের সমন্বয়ক ব্যাবসায়ী মহি উদ্দীন শিকদার, ছাত্রনেতা মীম সালমান, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হুসেন, ইউনিভার্সাল মডেল একাডেমীর প্রধান শিক্ষক মাশহুদুল আলম, ফোরামের সিনিয়র সদস্য হুসাইন আহমদ, মাসুম আহমদ, হাঃ আশিকুর রাহমান, হাঃ নুমান আহমদ সুহেল, হাফিজ আলাউর রাহমান, জসীম উদ্দীন, সেলিম আহমদ, তারেক আহমদ তুহিন গাছবাড়ি সামিট মাদরাসার শিক্ষক আবু বক্কর, গাছবাড়ি পাবলিক স্কুলের শিক্ষক ফয়সল আহমদ, ইউনাইটেড কিন্ডারগার্টেনের শিক্ষক সাইফুল আলম প্রমুখ।
জানা যায়, গৃহবধূর স্বামী একজন নিম্নআয়ের নিরীহ মানুষ। এর পর ধর্ষিতা গৃহবধূ নিজেই বাদী হয়ে আজ রবিবার ( ৫ জুলাই) কানাইঘাট থানায় ধর্ষণ মামলা দায়ের করেন, মামলা নং ০১। মামলায় দুজনকে আসামী করা হয় তারা হলেন অাজাদ ও মখতার। ইতিমধ্যে আজাদকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই স্বপন চন্দ্র সরকার।