সোমবার, ১২ এপ্রিল ২০২১, ০৯:৪৮ পূর্বাহ্ন
বিডি সিলেট নিউজ ডটকম:: আজ ১জুলাই রোজ বুধবার নগরীর মদীনা মার্কেট শাহজালাল জামেয়ার সামনে চাঞ্চল্যকর ইফজাল হত্যার তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গত ২৫ জুন, বৃহস্পতিবার সকালে উপশহর বি ব্লক ১৮নং রোডের ৩নং বাসা বাহার মঞ্জিলে বোনের বাসায় দুর্বৃত্তদের হাতে নিহত হন কানাইঘাটের ৮ নং ঝিংগাবাড়ীর কাপ্তানপুর গ্রামের হাফিজ ইফজাল চৌধুরী। হাফিজ ইফজাল শাহজালাল জামেয়ার সাবেক ছাত্র ছিলেন। তাই তার এই এই রহস্যজনক হত্যার প্রতিবাদে জামেয়ার সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধনের আয়োজন করেন।
মাদ্রাসা ক্যাম্পাসের সামনে দুপুর ১২ টায় অনুষ্ঠিত মানববন্ধনে কবির আহমদ এর উপস্থাপনায় বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা লুৎফর রহমান হুমায়দী, জীববিজ্ঞানের প্রভাষক ফারক মিয়া, জামেয়ার ছাত্র প্রতিনিধি হাফিজ গোলাম মোস্তফা, জামেয়া ছাত্র আজিজুল হাসান নাঈম হাফিজ রুম্মান আহমদ। জামেয়ার শিক্ষক ছাত্র ছাড়াও জনসাধারণ এই মানববন্ধনে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে ও দ্রুত বিচারের দাবি জানান।তদন্ত ও মামলার ব্যাপারে কোনোরকম অবহেলা করা হলে আরো কটোর কর্মসূচির মাধ্যমে আন্দোলন অব্যাহত রাখার হুশিয়ারি দেন।