বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১, ০২:১৬ পূর্বাহ্ন
বিডি সিলেট :: আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন সিলেট বিভাগের দায়িত্ব পেয়ে সিলেটে আসলে তাকে আজ বৃহস্পতিবার সংবর্ধনা জানান সিলেট জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকালে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে এ শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার, তথ্য ও গবেষণা সম্পাদক মোবাশ্বির আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, বন ও পরিবেশ সম্পাদক মোস্তাক আহমেদ পলাশ, উপ-দপ্তর সম্পাদক মজির উদ্দিন, সদস্য এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর,শাহিদুর রহমান চৌধুরী জাবেদ প্রমুখ।
এর আগে সকালে আহমেদ হোসেনকে শুভেচ্ছা জানান সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন সহ নেতৃবৃন্দ।