শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০৭:২৬ পূর্বাহ্ন
বিডি সিলেট :: সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও দেখভালের জন্য ২০২০সালের অক্টোবরে মাসে সিলেটসহ ৮টি বিভাগে বিশেষ টিম গঠন করেছিলো আওয়ামী লীগ। ওই সময় এই ৮ বিভাগে চারজন যুগ্ম সাধারণ সম্পাদক ও ৮ জন সাংগঠনিক সম্পাদককে টিম সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়।
তারমধ্যে সিলেট বিভাগের দায়িত্ব দেয়া হয়েছিল সাখাওয়াত হোসেন শফিককে। তবে আবারও বিভাগীয় দায়িত্বে পুনর্বিন্যাস করেছে আওয়ামী লীগ।মঙ্গলবার (৩০ মার্চ) দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট বিভাগে আহমেদ হোসেন, ঢাকা বিভাগে মির্জা আজম এমপি, খুলনা বিভাগে বিএম মোজাম্মেল হক, চট্টগ্রাম বিভাগে আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, রাজশাহী বিভাগে এসএম কামাল হোসেন, বরিশাল বিভাগে অ্যাডভোকেট আফজাল হোসেন, ময়মনসিংহ বিভাগে শফিউল আলম চৌধুরী নাদেল ও রংপুর বিভাগে সাখাওয়াত হোসেন শফিককে দায়িত্ব দেয়া হয়েছে।