বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১, ০২:৩৪ পূর্বাহ্ন
বিডি সিলেট ::২৬ শে মার্চ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় সিলেট জেলা পুলিশের শহীদ বীর মুক্তিযুদ্ধা এম শামসুল হক মিলনায়তনে স্বাধীনতার রজতজয়ন্তী এবং জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শিত হয়। আলোচনা সভায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা বক্তব্য রাখেন। তারা বাংলাদেশ সৃষ্টিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম সকল পুলিশ সদস্যদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ সেবায় ব্রত হওয়ার জন্য আহ্বান জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মোঃ মাহবুবুল আলম,অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি)মোঃ আমিনুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ)মিয়া মোঃ আশিশ বিন হাসানসহ সিলেট জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে বক্তব্য প্রদানকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া স্বাধীনতার রজতজয়ন্তী উপলক্ষে শুক্রবার দুপুর ১২ টায় জেলা পুলিশ লাইন্সে এক সাতার প্রতিযোগিতার আয়োজন করা হয়।প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জেলা পুলিশের ১৬ জন পুলিশ সদস্য।