বুধবার, ১৪ এপ্রিল ২০২১, ০৪:০০ পূর্বাহ্ন
বিডি সিলেট ডেস্ক:: সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী, সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
বুধবার এক শোক বার্তায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেন, বিশিষ্ট ব্যবসায়ী সালাহ উদ্দিন আলী আহমদ ছিলেন একজন অমায়িক ও রাজনীতি সচেতন ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে সিলেটবাসী একজন সত্যিকারের ভালো মানুষকে হারালো।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।