সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৯:০৮ অপরাহ্ন
বিডি সিলেট ডেস্ক:: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্কুল অব গিফটেড চিলড্রেন ও রহমানিয়া প্রতিবন্ধী ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভ ও অটিস্টিক শিশুদের পরিচর্যা বিষয়ক বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি সিসিকের প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, সিলেট মহানগর আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক জনাব ডাঃ আরমান আহমদ শিপলু বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বিশেষ ভাবে পারদর্শী শিশুদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল অটিজম নিয়ে কাজ করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। যথাযথ পরিচর্যা ও প্রশিক্ষণের মাধ্যমে বিশেষ ভাবে পারদর্শী শিশুদের আগামীর জন্য গড়ে তুলতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসা প্রয়োজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি জনাব আলহাজ্ব আতাউর রহমান খান শামছু। স্বাগত বক্তব্য রাখেন স্কুল অব গিফটেড চিলড্রেন স্কুলের প্রিন্সিপাল অধ্যক্ষ শামীমা নাসরীন।। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলার সাধারণ সম্পাদক রোটানিয়ার শেখ নুরুল ইসলাম খালেদ, শেখঘাট বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রিন্সিপাল সুরাইয়া নাসরিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোসাদ্দেক সাজুল, মাউন্ট এডোরার পরিচালক কামরুজ্জামান চৌধুরী জাফর, বিশিষ্ট সংগঠক কাওসার জামাল, ব্যবসায়ী রাসেল আহমদ। আরও উপস্থিত ছিলেন যুবনেতা রাব্বি আহমেদ তানভীর, ছাত্রনেতা রেজাউল করিম রাব্বি সহ প্রমুখ।। অনুষ্টান পরিচালনা করেন রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের অফিস সম্পাদক আলামিন ইসলাম নাঈম।