সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৯:২৯ অপরাহ্ন
বিডি সিলেট :; মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেটে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়েছে।
প্রথম প্রহরে রাত ১২.০১ মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা পরিষদ,প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
সিলেট বিভাগীয় কমিশনার, সিলেট জেলা পরিষদ, জেলা প্রশাসন, সিলেট জেলা পুলিশ,সিলেট মেট্রোপলিটন পুলিশ , সিলেট সিটি কর্পোরেশন, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সদর উপজেলা পরিষদ, হাইওয়ে পুলিশ, ডিআইজি প্রিজন, সিআইডি, সিলেট পিবিআই, পিপিপি কর্তৃপক্ষ, সিলেট রেলওয়ে পুলিশ, সিলেট আর্মড পুলিশ সিলেট, সিলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা যুব কমান্ডসহ বিভিন্ন সংগঠন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।