বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ০৬:১৮ পূর্বাহ্ন
বিডি সিলেট ডেস্ক:: শারীরিক প্রতিবন্ধী আল-আমিন পেলেন আমেরিকান প্রবাসী নুরুজ্জামান সোহেল ও মোঃ সাপু দেওয়ার উপহার ইজিবাইক।নুরুজ্জামান সোহেল জানান,শারীরিক প্রতিবন্ধী বলে কাউকে অবহেলা অযত্ন করা যাবে না,মনে রাখতে হবে যে তারাও মানুষ,তারাও সমাজের একটি অংশ,তাই আসুন,আমরা শারীরিক প্রতিবন্ধীদের অবহেলা অযত্ন না করে,তাদের ভালোবাসি।তাই প্রতিবন্ধী আল-আমিন ইজিবাইক চালিয়ে ইনকাম করতে পারবে।
মোঃ সাপু বলেন,শারীরিক প্রতিবন্ধী আল-আমিন ইজিবাইক চালিয়ে উপার্জিত অর্থ দিয়ে পরিবারটি স্বচ্ছলভাবে চলতে পারবে।