পরে রাত সাড়ে ৮টায় জামেয়া নুরীয়া ইসলামিয়া ভার্থখলা মাদ্রাসার দুইদিন ব্যপী ইসলামি মহা-সম্মেলনের শেষ দিনে প্রধান অতিথির বয়ান শেষে রাত সাড়ে ১০টায় জকিগঞ্জস্থ জামেয়া ইসলামিয়া কালিগঞ্জ মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বয়ান পেশ করবেন।
সিলেটে রাত্রীযাপন শেষে পরদিন সোমবার সকালে ওসমানী বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে বিমানযোগে যাত্রা করবেন।
এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী।