সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৫:৩৯ পূর্বাহ্ন
বিডি সিলেট ডেস্ক:: মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষ্যে কর্মসূচী ঘোষনা করেছে সিলেট জেলা যুবলীগ। ২১ শে ফেব্রুয়ারি দিবসের প্রথম প্রহরে সকাল সাড়ে ৭টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে যুবলীগের সকল নেতাকর্মী জড়ো হয়ে সিলেট জেলা আওয়ামী লীগের প্রভাত ফেরিতে অংশগ্রহণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হবে।
উক্ত কর্মসূচী সফলে সকাল ৭টার মধ্যে সিলেট জেলা যুবলীগের সকল নেতাকর্মীকে জেলা পরিষদের উপস্থিত থাকার আহ্বান করেছেন জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ।
এছাড়াও সিলেট জেলার আওতাধীন সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দকে যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালনের নির্দেশ দেওয়া হয়েছে।