সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৮:৪৭ অপরাহ্ন
বিডি সিলেট :: সিলেটের দক্ষিণ সুরমার শ্রীরামপুর পারাইচক সড়কে উল্টো দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় একটি প্রাইভেট কারে থাকা চালকসহ দুই আরোহী আহত হয়েছেন।
আহতরা হলেন- জাবেদ আহমদ (৫০) ও প্রাইভেট কার চালক হোসেন (৩৫)।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনাটি ঘটে।
খবর পেয়ে এসএমপির মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা যায়, প্রাইভেট কার নিয়ে শ্রীরামপুর পারাইচক সড়কে ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছেন কারের মালিক জাবেদ আহমদ। পাশে বসা ছিলেন চালক হোসেন। পারাইচক এলাকা হয়ে তারা দক্ষিণ সুরমায় ফেরার পথে উল্টো দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক প্রাইভেট কারটিকে ধাক্কা দিলে কারটি দুমড়ে-মুচড়ে যায়।
মোগলাবাজার থানার ওসি শামসুদ্দোহা পিপিএম এর বরাত দিয়ে এসএমপি মিডিয়া সুত্র জানায়, গাড়ি ড্রাইভিং শিখার সময় উল্টো দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের ধাক্কায় চালকসহ দুজন আহত হয়েছেন। তাদেরকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে আশংকামুক্ত আছেন।