বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০৭:৫৭ পূর্বাহ্ন
বিডি সিলেট ডেস্ক:: অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগ কর্মসূচি গ্রহণ করেছে।
২১ ফেব্রুয়ারি রবিবার সকাল ৮ ঘটিকায় সিলেটের ঐতিহাসিক রেজিস্টারি মাঠ থেকে প্রভাত ফেরীর মাধ্যমে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
উক্ত কর্মসূচিতে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সিলেট জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতি আহবান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।
শুক্রবার ১৯ ফেব্রুয়ারী সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির তথ্য জানানো হয়।